মিথ্যে-মিথ্যে স্বপ্ন

ভালোই হলো, মিছিমিছি কল্পনাদের এই জন্মের মতো তাড়িয়েই দিলে,
ভালোই হলো, সকাল-সন্ধে যত গুনগুন, আলগোছে সব থেমেই গেল,
ভালোই হলো, অহেতুকই অযাচিত যত স্বপ্নের ভিড়, কমিয়েই দিলে,
ভালোই হলো, ভালোথাকার জায়গাটুকু একতুড়িতেই বদলে নিলে।




নিজের স্বপ্নের ঘরেই বসত হয় বলো কজনের?
ভাঙাচোরা এমন ভালোবাসা-প্রেমে...ঘর হয় কি আদৌ?




দূরে সরেছ, করেছ ভালোই।
তবু দূরে সরেও এখনও কেন কাছেই আছ?
তবে কি কিছু মানুষ দূরে গেলেও
আমৃত্যুই পর হয় না?




তোমায় না পেয়েও পেয়েছি যত,
বুঝেছি ততই---
জীবন একটা মিথ্যে-মিথ্যে স্বপ্ন কেবল,
স্বপ্ন একটা সত্যি-সত্যি জীবন কেবল!