স্বপ্নের মোড়ে আশার খুদ

 
আমাদেরও একটু ঝগড়াঝাঁটি কবে হবে?
সাথে কয়েক চিমটি খুনসুটিও?
ওই যে সবাই যেমন করে আরকি!


কিছু ভালোবাসা, কিছু মানঅভিমান,
কিছুটা না-পাওয়া, কিছু সস্তা অভাব,
কিছু বেসুরো গান, কিছু গল্পপদ্য,
কিছু সিরিয়াস কথা, কিছু হেঁয়ালি বোকামি,
…সত্যিকারের এসব বলো কবে হবে?


আমায় তুমি খুব বকবে,
বলবে আমায়---গাধী একটা!
বোঝে না কিছুই!
তোমায় বেসেছি ভালো…কী দেখে যে!


আমি রেগেমেগে আগুন হব!
এক এক কথার তীর ছুড়ব!
খটোমটো করে বলব তোমায়,
তো চলে যাও না এখান থেকে!
আটকে তোমায় রেখেছেটা কে?


মনে মনে এদিকে আমি কেঁপে মরব ভীষণ ভয়ে…
কী যে হয়! কী হয়ে যায়!
মানুষটা যাচ্ছে না তো সত্যি রেগে?


সত্যি বড্ড চালাক তুমি!
আমাকে একটু দিয়ে, আধটু নিয়ে কোনও রকমে,
তার পর বাক্সে আবারও ঢুকিয়ে রাখো বন্দি করে!
তা হলে আমার পাওনাগুলো সত্যি সত্যি মেটাবে কবে?