হুঁশিয়ারি

 
হায়েনা ওরা, খাচ্ছে ছিঁড়ে এ দেশের কলজেটা,
নেকড়ে ওরা, খায় খাবলে পতাকার রক্তসূর্যটা।


ওরা পঙ্গপাল, খাচ্ছে গিলে মুজিবকোটের গর্দান,
বিকটদানব ওরা, খায় চিবিয়ে সোনার-বাংলা গান।


ওরা হিংস্র, ওরা লোভাতুর, ওরা নষ্টের দল,
দুর্বল পিষে, শক্তি চুষে, পতাকায় বেদখল।


ওরা একাত্তরের গলা কেটে রক্ত করছে চাষ,
ওরা শহিদসেনার স্বপ্নপিঠে আঁকছে সর্বনাশ।


ওরা গরিব-দুঃখীর ভাত কাড়ছে, পুরছে নিজের পেট,
দেশসেবার লটকে লেবাস, করছে দেশের মাথা হেঁট।


ওরা মানচিত্রের মেরুদণ্ড কাটে দুর্নীতির করাতে,
ওদের মুখভর্তি বুলির পাহাড়, সবটাই নিজ-স্বার্থে।


ওরা আমার দেশের গলা টিপে, গাড়ে বসত অন্যদেশে,
ওরা তোমার আমার রক্ত চুষে, কাড়ে হৃদয় অন্যবেশে।


ক্ষমা করো, হে আমার একাত্তরের অগুনতি লক্ষ শহিদপ্রাণ,
অসহায় আমি, ওদেরই হাতে লুটতে দেখি ক্ষুধামুক্তির ধান।


ওরে জানোয়ার, রক্তচোষা, লালশকুনের দল!
এ পতাকার কলার তোরা ছাড়বি কি না বল!
নইলে মানুষ উঠবে জেগে…হই হই হই রে রে!
তখন পদপিষ্ট হবি, বহু পাপ গেছে আজ বেড়ে!