সম্পর্কের জাদু

কেবল কারও সাথে থাকলেই একাকিত্ব কেটে যায় না। আসল জাদুটা অন্য কিছু জায়গায়।


আইসক্রিমটা খাওয়ার সময় নাকের ডগায় লেগে-থাকা আইসক্রিম নিয়ে মজা করার কেউ যদি সাথে থাকে, তবে আইসক্রিমের স্বাদটাই বেড়ে দ্বিগুণ হয়ে যায়।


দুই জোড়া হাত মিলে যখন একটা চকলেটকে নিমিষেই শেষ করে দেয়, তখন চকলেটটা খেতে অমৃতের মতো লাগে।


রাতের আকাশে তারা খসে পড়ে যখন, তখন তা দেখতে আরও বেশি অপূর্ব লাগে, যদি সেই তারা দেখে কাউকে মনে করে কিছু উইশ করতে ইচ্ছে করে।


একটা ভালো বই পড়ার আনন্দটা অনেক বেড়ে যায়, যদি এমন কেউ থাকে, যার কাছে তখুনিই দৌড়ে গিয়ে সেই বই থেকে আপনার পছন্দের লাইনগুলি শোনাতে মন চায়।


আগে দেখা প্রিয় কোনও সিনেমা আবার দেখতে আরও বেশি ভালো লাগে, যদি পাশে এমন কেউ থাকে, যাকে জড়িয়ে ধরে বলা যায়, ‘দ্যাখো দ্যাখো, এই দৃশ্যটা আমার সবচাইতে ফেভারিট!’


প্রিয় গানটা আরও প্রিয় হয়ে ওঠে, যখন সেটি শোনার সময় পাশে-থাকা প্রিয় মানুষটি লিরিকে ভুলভাল করে হলেও গানটা গুন গুন করে গায়।


সাহসটা আপনাআপনিই অনেক বেড়ে যায়, যদি কেউ সব সময়ই পাশে থেকে ক্রমাগত আত্মবিশ্বাস জোগাতে থাকে, আর প্রতিবারই বলে, ‘হ্যাঁ, দারুণ হচ্ছে। এবার তো আগের বারের চাইতেও ভালো হয়েছে!’


জীবনে কেউ থাকাটাই যথেষ্ট নয়। যার সাথে নির্দ্বিধায় সব কিছু শেয়ার করা যায়, যে পাশে থাকলে মনের শক্তি অনেক বেড়ে যায়, যাকে দেখলে নিজের সবচাইতে প্রিয় জিনিসটা দিয়ে দিতে ইচ্ছে করে, জীবনে এমন কেউ থাকাটাই বড়ো কথা।